আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যেতে চান সাইফ
যুবাদের সবচেয়ে বড় টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। এ আসর শুরু হবার আগে তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশ সফর করছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বিপক্ষে ভালো পারফরমেন্স করে বিশ্বকাপে ভালো খেলার রসদ নিয়ে নিতে চায় বাংলাদেশের যুবারা। ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ শেষে এমনটাই জানালেন দলের উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ হাসান।
সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সাইফ বলেন, ‘বিশ্বকাপের আগে এই তিনটা ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। আমরা চেষ্টা করছি ভালো রান পেতে। চেষ্টা করবো ম্যাচগুলো ভালো খেলে বিশ্বকাপে পুরো আত্মবিশ্বাস নিয়ে ঢুকতে।’
এদিন জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে মিরাজরা। শাওন, সাঈদ এবং সঞ্জিতের ঘূর্ণিতে জিম্বাবুয়েকে মাত্র ১১৪ রানেই গুটিয়ে দেয় বাংলাদেশ। এরপর রান তাড়া করতে নেমে ১১৭ বল হাতে থাকতেই ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
দলের ব্যাটিং সম্পর্কে সাইফ বলেন, ‘ওদের বোলিং ভালো হচ্ছিলো তবে উইকেট ততো সহয়তা করছিল না। আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে। শান্ত খুব ভালো ব্যাটিং করেছে, ইমন খুব ভালো শুরু করেছে। আমিও সঙ্গে ভালো ব্যাট করেছি। তাই সবমিলিয়ে খুব ভালো হয়েছে।’
ওয়েস্ট ইন্ডিজের বোলাররা মাঝে মধ্যেই বেশ কিছু বাউন্স দিয়েছেন এই ম্যাচে। তবে এটা নিয়ে ভাবছেন না সাইফ। তিনি জানান, যেহেতু ওদের বোলিংয়ে ওই রকম পেস আছে, তো দুই একটা বল এমন হবেই। ওইটা নিয়ে না ভাবলেই হবে। নিজেদের ব্যাটিং প্রক্রিয়া সঠিক থাকলেই হবে।
এছাড়াও কোনো দলকেই ছোট করে দেখছেন না এই ক্রিকেটার। সাইফের ধারণা ক্রিকেট খেলায় যে কোনো দল ঘুড়ে দাঁড়াতে পারে। উপমহাদেশের উইকেট বলে দক্ষিণ আফ্রিকা পারবে না, ভারত পারবে এমন তত্ত্বে বিশ্বাস করেন না তিনি। অনূর্ধ্ব-১৯ এই লেভেলে সব দলকেই শক্তিশালী মনে করছেন সাইফ। তাই ম্যাচ বাই ম্যাচ এগিয়ে নিজেদের সেরা খেলাটা খেলতে চান এই তরুণ টাইগার।
আরটি/একে/পিআর