গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন ৮ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৫ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২

গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন প্রশাসনের আট কর্মকর্তা। তাদের বেতন স্কেলের সর্বোচ্চ গ্রেডে পদোন্নতি দিয়ে রোববার (২৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদের মধ্যে সাতজনকে আগের কর্মস্থলে রাখা হলেও একজনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন- টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আলাউদ্দিন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবদুল হামিদ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) বিকর্ণ কুমার ঘোষ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নান।

এছাড়া বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আলি কদর, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মুহ. মাহবুবুর রহমান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এ এফ এম হায়াতুল্লাহ গ্রেড-১ পেয়েছেন।

খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাজা আবদুল হান্নানকে গ্রেড-১ এ পদোন্নতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আরএমএম/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।