পঞ্চগড়ে ধানের ন্যায্য মূল্যের দাবিতে সড়ক অবরোধ
পঞ্চগড়ের বোদা উপজেলায় ধানের ন্যায্য মূল্যের দাবিতে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছে কৃষকরা। সোমবার সকালে উপজেলার ময়দানদিঘী বাজারে প্রতি মণ ধান (৪০ কেজি) ৪০০ টাকায় বিক্রি করতে না পেরে কৃষকরা রাস্তায় নামেন। দুপুর সাড়ে ১২ টায় পুলিশসহ বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আওয়াল এবং উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
কৃষকদের অভিযোগ, চলতি আমন মৌসুমে প্রতি ৪০ কেজি ধান উৎপাদন বাবদ খরচ হয় পাঁচ থেকে ছয়শ টাকা পর্যন্ত। কিন্তু স্থানীয় বাজারে চার থেকে সাড়ে চারশ টাকা দরেও ধান বিক্রি হচ্ছে না। নিরুপায় হয়ে কৃষকরা সোমবার সকাল সাড়ে ১০ টায় বোদা উপজেলার ময়দানদীঘি এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন। প্রায় দুই ঘণ্টা অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে কয়েকশ গাড়ি আটকা পরে। এ সময় আমনের ন্যায্য মূল্যের দাবিতে কৃষকরা বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে বোদা থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
পরে স্থানীয় কৃষকদের সঙ্গে তাৎক্ষনিণিক আলোচনায় বসেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আলোচনায় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আওয়াল, ময়দানদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, বোদা উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ এবং বোদা থানার ওসি আবুল কালাম আজাদ অংশ নেয়। এ সময় কৃষকদের দাবির কথা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানোর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।
স্থানীয় কৃষক গোলাম হোসেন বলেন, আমন ধান প্রতি মণে উৎপাদন খরচ হয়েছে পাঁচ থেকে ছয়শ টাকা। কিন্তু বাজারে ধান বিক্রি করতে এসে চার থেকে সাড়ে চারশ টাকা দরেও ধান বিক্রি করা যাচ্ছে না। সব কিছুর দাম বাড়ে কিন্তু আমরা কখনই কৃষি পণ্যের ন্যায্য মূল্য পায় না।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আওয়াল বলেন, কৃষকরা ধান বিক্রি করতে এসে ন্যায্য মূল্যের দাবিতে মহাসড়ক অবরোধ করে। পরে তাদের সঙ্গে আলোচনায় বসলে পরিস্থিতি শান্ত হয়।
সফিকুল আলম/এসএস/এমএস