মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির নির্বাচন ২২ জানুয়ারি


প্রকাশিত: ০৯:৩২ এএম, ১১ জানুয়ারি ২০১৬

জমে উঠেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন। নির্বাচনে তিনটি প্যানেলে লড়াই করছেন প্রার্থীরা। আগামী ২২ জানুয়ারি রাজধানীর টিটিসিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতি সূত্রে জানা গেছে, নির্বাচনে ৪৩০ জন ভোটার রয়েছেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন মো. ফজলুল হক। ২ বছর মেয়াদী নির্বাহী কমিটির নির্বাচনে এবারই প্রথম তিনটি প্যানেল লড়ছেন সংগঠনের নেতরা।

প্যানেল-১ এ সভাপতি পদে রয়েছেন মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রধান লাবু ও সাংগঠনিক সম্পাদক আনন্দময় ভৌমিক এবং অর্থ সম্পাদক শরীফ মো. মোর্তেজা আহসান।

প্যানেল-২ এ সভাপতি পদে মো. আজিজুল হক খোকন, সাধারণ সম্পাদক পদে সহিদ খালিদ জামিল খান (সাচ্চু) ও সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিক নুর আলম (হুদা)।

তৃতীয় প্যানেলে সভাপতি প্রার্থী মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক কে এম আলমগীর, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান কিরণ ও অর্থ সম্পাদক মো. আবদুল মমিন মন্ডল।

তিনটি প্যানেলের প্রার্থীরাই বিজয়ের জন্য জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নিজেদের পক্ষে ভোট চাইতে জেলা উপজেলা পর্যন্ত ছুটছেন।

এনএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।