আজও অনুশীলন করবে টাইগাররা
২০১৫ সালটা স্বপ্নের মত কাটল বাংলাদেশ ক্রিকেটের। ধারাবাহিকভাবে ভালো খেলে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে টাইগার ক্রিকেটাররা। নতুন বছরের শুরুতেই টাইগারদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন খুলনায় অবস্থান করছে। আর বিগত বছরের ন্যায় জয়ের ধারা অব্যাহত রাখতে আজও অনুুশীলনে ঘাম ঝরাবে মাশরাফি ও সাকিবরা। সোমবার খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে নিজেদের ঝালাই করতে বেলা আড়াইটায় অনুশীলনে নামবে বাংলাদেশ দল।
এর আগে রোববার বিকেলের রোদে নেটে ঘাম ঝরিয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন সৌম্য সরকার, সাব্বির রহমান ও তামিম ইকবালরা। বোলিং মেশিন থেকে ছোঁড়া বলগুলো সৌম্য সরকার যখন পুল, হুক, পেরিসকোপ শটে উড়িয়ে দিয়েছেন তারা। খুলনার মাঠের সেরা ওপেনার ইমরুল কায়েসও নিজেকে প্রস্তুত করেছেন সেরার খেতাবটা ধরে রাখার জন্য।
খুলনার এই মাঠে একমাত্র টি-টোয়েন্টি হয়েছিল ২০০৬ সালের ২৮ নভেম্বর। প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিরুদ্ধে ওই ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে সংগ্রহ করে ১৬৬ রান। জিম্বাবুয়ে ৯ উইকেটে ১২৩ রান করলে টাইগাররা নিজেদের প্রথম টি-২০ ম্যাচে জয় পায় ৪৩ রানে।
ওয়ানডে ও টেস্টের এই লাকি ভেন্যুতে সর্বশেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আট মাস আগে। গত বছরের ২৮ এপ্রিল পাকিস্তানের বিরুদ্ধে শুরু হওয়া ওই টেস্ট ম্যাচে ছিল রেকর্ডের ছড়াছড়ি। খুলনার এই মাঠে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৫৫ বছরের রেকর্ড ভাঙেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। প্রতিপক্ষের বিরুদ্ধে টেস্টের তৃতীয় ইনিংসে প্রথমবারের মতো ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেন এই দুই বাঁহাতি ব্যাটসম্যান। উদ্বোধনী জুটিতে তামিম-ইমরুলের ৩১২ রান ছিল দেশের হয়ে যে কোনো উইকেট জুটিতেও সর্বোচ্চ। ২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে গালেতে পঞ্চম উইকেট জুটিতে মোহাম্মদ আশরাফুল ও মুশফিক করেছিলেন ২৬৭ রান।
২০১৩ সালে শ্রীলঙ্কার গালে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ২০০ রান করেন মুশফিকুর রহিম। খুলনার ওই টেস্টে ২০৬ রান করে বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক হন তামিম ইকবাল। টেস্টের শেষ দিনে তামিম ২৭৮ বলে ১৭টি চার ও সাতটি বিশাল ছক্কায় ২০৬ রানের ঝকঝকে ইনিংস খেলার পর মোহাম্মদ হাফিজের শিকার হন। খুলনা টেস্টে ছিল বাংলাদেশি বোলারদের আরও কিছু অর্জন। এই টেস্টে বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ৬ উইকেট নেন।
উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে ৪ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
আলমগীর হান্নান/এমআর/এমএস