এবার সরকারিভাবে হজের খরচ ৩ লাখ ৬০ হাজার টাকা


প্রকাশিত: ০৭:০৬ এএম, ১১ জানুয়ারি ২০১৬
ফাইল ছবি

চলতি বছর সরকারিভাবে হজে যেতে জনপ্রতি খরচ পড়বে ৩ লাখ ৬০ হাজার টাকা। কোরবানি ছাড়া খরচ পড়বে ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা। আজ মন্ত্রিসভায় অনুমোদিত হজ প্যাকেজ-২০১৬ থেকে এ তথ্য পাওয়া গেছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, এ বছর হজযাত্রায় খরচ গত বছরের চেয়ে ছয় হাজার টাকা বেড়েছে। এবছর সরকারিভাবে হজে যাবেন ৫ হাজার। বেসরকারিভাবে যাবেন ১ লাখ ৮ হাজার ৮৬৮ জন।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।