আশাবাদী দেশের তালিকায় দ. এশিয়ায় শীর্ষে বাংলাদেশ


প্রকাশিত: ০৬:১৯ এএম, ১১ জানুয়ারি ২০১৬

বিশ্বের সবচেয়ে আশাবাদী দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। এ সূচকে বাংলাদেশের পেছেনে রয়েছে চীন, পাকিস্তান ও ভারত। এছাড়া বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় সবার ওপরে আছে কলম্বিয়া। অর্থনৈতিক বাজার গবেষণাকারী সংস্থা উইন/গ্যালাপ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনের এক জরিপের ফলাফলে এ তথ্য জানা গেছে। খবর আরব নিউজের।

চলতি বছরের শুরুতে বিশ্বের ৬৮টি দেশের ৬৫ হাজার মানুষের ওপর জরিপ চালিয়ে এ সূচক তৈরি করা হয়েছে। জরিপে বিশ্বের সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হয়েছে কলম্বিয়া। এর বিপরীতে সবচেয়ে অসুখী দেশের জায়গা দখল করেছে যুদ্ধবিধ্বস্ত ইরাক।

প্রত্যাশা ও আশাবাদ সূচকে দক্ষিণ এশিয়ায় সবার চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশে। বাংলাদেশ ৭৪ পয়েন্ট নিয়ে ভারত (৪৭ পয়েন্ট), পাকিস্তানকে (৪২ পয়েন্ট) পেছনে ফেলে দক্ষিণ এশিয়ায় সবার ওপরে রয়েছে। এ সূচকে দ্বিতীয় স্থানে ৭০ পয়েন্ট নিয়ে চীন, তৃতীয় নাইজেরিয়া (৬৮ পয়েন্ট), চতুর্থস্থানে আছে ফিজি (৬১ পয়েন্ট)। এছাড়া পঞ্চম মরক্কো (৫৭ পয়েন্ট), ৫৬ পয়েন্ট নিয়ে সৌদি আরব ষষ্ঠ, সপ্তম স্থানে রয়েছে ভিয়েতনাম ৫৫ পয়েন্ট।

এছাড়া সূচকে ৮৫ পয়েন্ট নিয়ে বিশ্বের সুখী দেশগুলোর শীর্ষে রয়েছে কলম্বিয়া (৮৫ পয়েন্ট)। এরপরেই রয়েছে ফিজি (৮২ পয়েন্ট), সৌদি আরব (৮২ পয়েন্ট), আজারবাইজান, ভিয়েতনাম, আর্জেন্টিনা, পানামা, মেক্সিকো, ইকুয়েডর, চীন ও আইসল্যান্ড।

নিজ দেশের ভবিষ্যৎ অর্থনীতি নিয়ে আশাবাদী দেশের তালিকায় সবার ওপরে উঠে এসেছে নাইজেরিয়া (৬১ পয়েন্ট)। এ সূচকে চীন (৫৩ পয়েন্ট) তৃতীয়, পাকিস্তান (৫০ পয়েন্ট) চতুর্থ, পঞ্চম ভারতকেও (৪৪ পয়েন্ট) পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ (৬০ পয়েন্ট)।

চলতি বছরে অসুখী দেশের তালিকার শীর্ষস্থান দখল করেছে ইরাক। এরপরে রয়েছে গ্রিস, আফগানিস্তান, তিউনেসিয়া, ফিলিস্তিন।

জরিপে বলা হয়েছে, বিশ্বের ৬৬ ভাগ মানুষ সুখী। তবে বিশ্বে সুখী মানুষের সংখ্যা আগের চেয়ে কমেছে। এছাড়া চলতি বছরে বিশ্বের অর্থনীতি নিয়ে ৪৫ শতাংশ মানুষ আশাবাদী। গত বছরের চেয়ে এই সূচকে আশাবাদী মানুষের সংখ্যা ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।  

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।