এম এ আজিজের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ


প্রকাশিত: ০৫:১৪ এএম, ১১ জানুয়ারি ২০১৬

এক দফার প্রবক্তা স্বাধীনতা সংগ্রামের অগ্রনায়ক এম এ আজিজের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহযোগীও ছিলেন তিনি।

১৯৭০ সালে তিনি বলেছিলেন, ৬ দফা না মানলে এক দফার সংগ্রাম শুরু হবে। এ বক্তব্যের জন্য তিনি জেলও খেটেছিলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি এম এ আজিজের অবিচল আস্থা ছিল।

এমএ আজিজের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সকালে হালিশহর মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ, কোরআন খতম ও মিলাদ মাহফিল। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সকাল থেকে পুষ্পার্ঘ্য নিবেদন ও মাজার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এম এ আজিজ সংগ্রাম করেছেন বৃটিশ উপনিবেশ এবং পরবর্তীতে পাকিস্তানি উপনিবেশের বিরুদ্ধে। বঙ্গবন্ধুর উত্থাপিত ৬ দফার প্রথম সমর্থক এম এ আজিজ। জননেতা এম এ আজিজ শুধু চট্টগ্রাম নয় বাংলাদেশের রাজনীতিতেও একজন অনুকরণীয় ও বর্ণাঢ্য ব্যক্তি হিসেবে পরিচিত।

জীবন মুছা/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।