মন্ত্রীর ভাতিজির মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙচুর
চট্টগ্রামে বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ভাতিজির মৃত্যুকে কেন্দ্র করে নগরীর সার্জিস্কোপ হাসপাতালে ভাঙচুর করেছে ক্ষুব্ধ স্বজনরা। রোববার রাত ৮টার দিকে চকবাজার এলাকায় অবস্থিত বেসরকারি এ হাসপাতালটিতে এ ঘটনা ঘটে।
ওই হাসপাতালে মন্ত্রীর ভাতিজি মেহেরুন্নেসা রিমা (২৫) সন্তান প্রসবকালীন অস্ত্রোপচারের পর অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান। মন্ত্রীর ছোট ভাই খায়রুল বাশারের মেয়ে ও অস্ট্রেলিয়া প্রবাসী আবদুল্লাহ আল মামুনের স্ত্রী রীমা।
পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভাঙচুরের ঘটনায় কোনো পক্ষই মামলা করেননি। কাউকে আটকও করা হয়নি।
এদিকে রোগীর স্বজনরা জানান, সার্জিস্কোপের ইউনিট-১ অস্ত্রোপচারের মাধ্যমে ভোর ৬টার দিকে রিমার একটি কন্যা সন্তানের জন্ম হয়। এরপর তার অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাকে সার্জিস্কোপের ইউনিট-২-তে স্থানান্তর করা হয়।
পুনরায় অস্ত্রোপচারের পর ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে রাতে তিনি মারা যান। মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির এপিএস নিয়াজ মোরশেদ নিরু এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
জীবন মুছা/বিএ