সোমবার পূর্ণ কর্মবিরতি ঘোষণা জবি শিক্ষক সমিতির
বৈষম্যমূলক অষ্টম জাতীয় পে-স্কেলের প্রতিবাদ ও শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেলসহ পাঁচ দফা দাবিতে পূর্ণ কর্মবিরতি ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। সোমবার থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের ঘুরে ঘুরে ক্লাস ও পরীক্ষা না নেওয়ার আহ্বান সশরীরে পৌঁছে দিয়েছেন।
কর্মবিরতি ঘোষণা দেয়ায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে সিদ্ধান্তে উপনিত হতে পারছেন না বিভাগের দায়িত্বরত শিক্ষকরা। ফলে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে ভোগান্তিতে পড়েছেন জবি শিক্ষার্থীরা।
জবি শিক্ষক সমিতির সভাপতি কাজী সাইফুদ্দিন বলেন, কর্মবিরতি চলাকালীন অবস্থায় কোন ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।
এসএম/জেডএইচ/আরআইপি