গাইবান্ধায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে স্বপন মিয়া (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার মুক্তিনগর ইউনিয়নের ভরতখালি গ্রামে রোববার বিকেল পৌনে ৪টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
স্বপন মিয়া ওই গ্রামের আনারুল ইসলামের ছেলে। স্বপন ভরতখালি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভরতখালি গ্রামের একটি জমিতে ট্রাক্টরটি দিয়ে জমি চাষ করা হচ্ছিল। এসময় জমির পাশে স্বপনসহ কয়েকজন শিশু খেলা করছিল। এসময় হঠাৎ করে ট্রাক্টরটি স্বপনকে চাপা দেয়। স্বপন ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
মুক্তিনগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাহাবুব রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, এ ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে যান। তবে ট্রাক্টরটি স্থানীয় লোকজন আটক করে রেখেছেন। দুর্ঘটনার বিষয়টি সাঘাটা থানা পুলিশকে জানানো হয়েছে।
অমিত দাশ/এমজেড/আরআইপি