অঙ্গার দিয়ে জলির রাজকীয় অভিষেক
ঢাকাই ছবিতে গেল কয়েক বছর ধরেই জাজ মাল্টিমিডিয়া মানে বিগ বাজেটের ছবি, বিশাল আয়োজনে প্রচারণা আর নতুন মুখের প্রতিষ্ঠা পাওয়া। জাজের হাত ধরেই এদেশের চলচ্চিত্র উপহার পেয়েছে মাহিয়া মাহির মতো চিত্রনায়িকা। সেইসাথে বাপ্পি, সাইমন, নুসরাত ফারিয়াকেও সুপারস্টারে পরিণত করেছে প্রতিষ্ঠানটি।
সেই ধারাবাহিকতায় এবার তারা ‘অঙ্গার’ নামের চলচ্চিত্র দিয়ে দর্শকদের সামনে হাজির করছে জলি নামের নবাগতাকে। মজার ব্যাপার হলো এই চিত্রনায়িকার অভিষেক ঘটছে জাজের পূর্ববর্তী সকল তারকাদের চাইতে অনেক বেশি আয়োজন আর ঢাকঢোল পিটিয়ে। আর সেটা নিজে স্বীকারও করলেন জাজের প্রধান আব্দুল আজিজ। ‘অঙ্গার’র মুক্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আজিজ এ বিষয়ে বলেন, ‘আসলে জলি অনেক বেশি সৌভাগ্যবান অন্যদের চাইতে। তার অভিষেক হচ্ছে অনেকটা রাজকীয় স্টাইলে। কেননা, সে যে ছবিটাতে অভিনয় করেছে সেটি ঢাকাই ছবিতে একটা রেকর্ড করতে যাচ্ছে। আমার বিশ্বাস, গত দশ বছরের চলচ্চিত্রের সকল সাফল্যের রেকর্ড ভেঙে দিবে অঙ্গার। এই ছবির গল্প, গান, ব্যাকগ্রাউন্ড মিউজিক, নির্মাণের মুন্সিয়ানা, কলাকুশলীদের অভিনয়- সবকিছুই হয়েছে অনন্য অসাধারণ। ছবিটি দেখতে গিয়ে আমার বারবারই মনে হয়েছে এ কোনো অভিনয় নয়; বুঝি চোখের সামনে বাস্তব কিছু দেখছি।’
এসময় তিনি ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন, ছবির সংগীত পরিচালক ইমন সাহা ও ছবির কলাকুশলীদের মধ্যে নায়ক ওম, অমিত হাসান, খরাজ মুখার্জি, রজতাভ দত্ত প্রমুখের ভূয়সী প্রশংসা করেন।
আর তিনি জলির অভিনয় নিয়ে বলেন, ‘আমাদের প্রত্যেকের টেনশন ছিলো জলিকে নিয়ে। ও একেবারেই নতুন। ঠিকমত অভিনয়টা ফুটিয়ে তুলতে পারবে কি না। কিন্তু আমরা এই ছবির পুরো টিম মুগ্ধ হয়ে দেখেছি নতুন হয়েও কতো চমৎকার আর সাবলীল কাজ করেছে সে। আমার মনে হয় চলচ্চিত্রে জলির পথচলা অনেক দূর যাবে। কেননা, জলির অভিনয় দেখে কলকাতার সুপারস্টার জিৎ মুগ্ধতা প্রকাশ করেছেন। তিনি প্রথমে বিশ্বাসই করতে চাননি যে এই মেয়েটা ফিল্মে নতুন। এবং তাকে জলির বিপরীতে কাজের প্রস্তাব দেয়া হলে স্বানন্দেই রাজি হয়েছেন। খুব শিগগিরই আমরা জিৎ-জলিকে নিয়ে নতুন ছবির কাজ শুরু করব।’
প্রযোজকের মতোই জলির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমনও। তিনি বলেন, ‘এটা দারুণ একটা ব্যাপার ছিলো যে একজন নবীন হয়েও জলি ওর অভিনয়ের প্রতি শতভাগ নির্খুঁত থাকার চেষ্টা করেছে। ওর অভিনয় দর্শকের মনে দাগ কাটবে।’
জলির প্রশংসা করেছেন তার নায়ক ওম। তিনি বলেন, ‘ও নতুন ছিলো। প্রথমে প্রথমে একটু নার্ভাস থাকলেও ক্রমেই সেটাকে সে জয় করেছে এবং গল্পের ভেতরে নিজের চরিত্রটাকে ফুটিয়ে তুলতে পেরেছে।’
প্রশংসায় পঞ্চমুখ ছিলেন অমিত হাসান, টাইগার রবি, ছবির চিত্রনাট্যকার জহির বাবুও।
গত ৯ জানুয়ারি সন্ধ্যায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে অনুষ্ঠিত অঙ্গার ছবির সংবাদ সম্মেলনে সবাই জলিকে অভিনন্দিত করেন। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এস কে মুভিজের যৌথ প্রযোজনার এ ছবির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ, অঙ্গার ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন, সংগীত পরিচালক ইমন সাহা, কন্ঠশিল্পী খেয়া, অভিনয়শিল্পী অমিত হাসান, টাইগার রবি, ভারতের এসকে মুভিজের ব্যবস্থাপক হিমাংশু ধানুকা, সংগীত পরিচালক আকাশ, চিত্রনায়ক ওম এবং নবাগত চিত্রনায়িকা জলি।
সম্মেলনে ঘোষণা দেয়া হয়, আগামী ১৫ জানুয়ারি, শুক্রবার দুই বাংলাতে একযোগে মুক্তি পাচ্ছে অঙ্গার। বাংলাদেশে কয়টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে সেটি নিশ্চিত করে বলতে না পারলেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসকে মুভিজের ব্যবস্থাপক হিমাংশু ধানুকা জানান, কলকাতায় ‘অঙ্গার’ ছবিটি শতাধিক হলে মুক্তি পাবে। এরইমধ্যে নাকি আশিটিরও বেশি হল মালিকরা এই ছবির জন্য বুকিং দিয়েছেন। কলকাতায় এই ছবির ট্রেলার ও গান প্রকাশের পর সেখানে ছবিটি বেশ আলোচনায় এসেছে। দর্শকরা ওম ও জলিকে খুঁজছেন। তাই হিমাংশু ঢাকা ছাড়ার আগে তার সঙ্গে করেই নিয়ে যেতে চান ওম-জলিকে।
এলএ/আরআইপি