আশ্রয়ণের ঘর নির্মাণ পরিদর্শনের দায়িত্ব পেলেন ১০ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৪ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২
ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের ঘর/ফাইল ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ঘর নির্মাণ কার্যক্রম পরিদর্শনের জন্য ভূমি মন্ত্রণালয় ও এর অধীনে থাকা অধিদপ্তর-সংস্থার ১০ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ কর্মকর্তাদের মনোনয়ন দিয়ে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয় থেকে আশ্রয়ন-২ প্রকল্পের প্রকল্প পরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক (জরিপ) মো. মনিরুজ্জামান, উপ-পরিচালক (অর্থ ও বাজেট) আবি-আব্দুল্লাহ, উপ-পরিচালক (সে. অপ-১) মো. আফজালুর রহমান, ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার মো. রেজাউল কবীর, ঢাকার উপ-ভূমি সংস্কার কমিশনার মো. মোখতার আহমেদ, ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার-৩ মুহাম্মদ কামরুল হাসান, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মো. আবুল কালাম তালুকদার, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক (প্রশাসন, অর্থ ও সেবা) সুলতানা রাজিয়া, খুলনার উপ-ভূমি সংস্কার কমিশনারের মো. শাহানুর আলম ও ভূমি মন্ত্রণালয়ের উপসচিব ইশরাত ফারজানা।

আরএমএম/এমআইএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।