দেশের সঙ্গে প্রবাসের সেতুবন্ধন আরো বৃদ্ধি করা হবে


প্রকাশিত: ১০:১০ এএম, ১০ জানুয়ারি ২০১৬

ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নাহিদ চৌধুরী বলেছেন, ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ফোবানায় দেশের সঙ্গে প্রবাসের সেতুবন্ধন আরো বৃদ্ধি করা হবে। বাংলাদেশের ব্যবসায়ীরা যাতে ওয়াশিংটনে তাদের পণ্য প্রদর্শন করতে পারে সেজন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে।

ফোবানাকে সফল করতে প্রতিটি সাব কমিটির সঙ্গে আলোচনার অংশ হিসেবে গতকাল (শনিবার) রাতে ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ফোবানা এক্সিকিউটিভ কমিটির সদস্য মায়া নেহাল, বাংলাদেশ লিয়াজোঁ কমিটির সদস্য অভিনেতা হাসান মাসুদ ও মিডিয়া কমিটির সদস্য আনোয়ারুল করিম রাজু প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, মিডিয়া কমিটির সদস্য এনআরবি নিউজ টুয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক ওমর আলী, একুশ নিউজ মিডিয়ার প্রকাশক ও প্রধান নির্বাহী জাহান হাসান, সিফাত শাহরিয়ার প্রমুখ।

অনুষ্ঠান সমন্বয় ও সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ লিয়াজোঁ কমিটির সদস্য সাংবাদিক আনিসুল কবির জসির।

এইচএস/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।