সিসিকের সাবেক কাউন্সিলর দিলীপের ওপর হামলা : আটক ২


প্রকাশিত: ১০:০০ এএম, ১০ জানুয়ারি ২০১৬
প্রতীকী ছবি

সিলেট নগরীর দরগাহ গেইট এলাকায় দোকানের তোরণ নির্মাণকে কেন্দ্র করে সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর দিলীপ কুমারের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় দুই হামলাকারীকে আটক করেছে পুলিশ।
    
রোববার দুপুর ১টায় দরগাহ গেইট এলাকার হিরা বসুন্ধরা মটরসের সামনে এ হামলার ঘটনা ঘটে। আটকরা হলেন, হিরা বসুন্ধরা মটরসের কর্মচারি সাহিদুল ইসলাম (২৪) ও মো. আহসান হাবিব (২৭)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নগরীর দরগাহ গেইটস্থ হিরা বসুন্ধরা মটরসের (মোটর সাইকেলের শোরুম) নববর্ষ উপলক্ষে মূল্য ছাড় অফারের তোরণ নির্মাণ করে। এতে পার্শ্ববর্তী দোকান মালিক সাবেক কাউন্সিলর দিলীপ কুমার অভিযোগ করেন।

দুপুরে এ বিষয়ে দিলীপ কুমারের সঙ্গে হিরা বসুন্ধরা মটরসের কর্মচারিদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বসুন্ধরা মটরসের কর্মচারিরা দিলীপ কুমারকে মারধর করে। এ ঘটনায় আহত সাবেক কাউন্সিলর দিলীপ কুমারকে আহতাবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার এসআই কমর উদ্দিন জানান, হামলাকারী দুই দোকান কর্মচারিকে আটক করা হয়েছে।

ছামির মাহমুদ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।