কানাডায় মার্কিন বিমানের জরুরি অবতরণ


প্রকাশিত: ০৯:০২ এএম, ১০ জানুয়ারি ২০১৬

এক যাত্রীর কাছে থেকে হুমকি পাওয়ার পর যুক্তরাষ্ট্রের আলাস্কা থেকে ডেনভারগামী একটি বিমান গতিপথ পরিবর্তন করে কানাডায় জরুরি অবতরণ করেছে। ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইট-১১০৪ এর যাত্রীবাহী ওই বিমানে ১৩১ যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন।

শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ২০মিনিটে উড্ডয়নের পর ওই যাত্রীর কাছ থেকে হুমকি পায় বিমানটির যাত্রীরা। পরে বিমানটি গতিপথ পরিবর্তন করে কানাডার ভ্যানকুভার বিমানবন্দরে অবতরণ করে।

ইউনাইটেড এয়ারলাইনস কর্তৃপক্ষ নিউ ইয়র্ক টাইমসকে বলেন, বিমানটি শনিবার সকালের দিকে অবতরণ করেছে। এ ঘটনায় একজন আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কি ধরনের হুমকি পাওয়া গেছে সেবিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ।

ভ্যানকুভার বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, এ ঘটনার পর বিমানবন্দরের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। যাত্রীদের বিকল্প বিমানে করে পৌঁছে দেয়ার কাজ শুরু হয়েছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।