রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ


প্রকাশিত: ০৮:৪০ এএম, ১০ জানুয়ারি ২০১৬

রাজশাহীর উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত গ্যাসের সংযোগ পুনরায় চালু, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত, রাজশাহী কৃষি বিশ্ববিদ্যালয় চালু শিক্ষা নগরী হিসেবে রাজশাহীকে রূপ দেয়ার জোর জাবি জানিয়েছে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।

রোববার দুপুরে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা এ দাবি জানান। একই সমাবেশ থেকে রাজশাহী বিভাগীয় শহরের উন্নয়নের স্বার্থে এ এলাকা থেকে অন্তত দুইজনকে পূর্ণমন্ত্রী হিসেবে সরকারের মন্ত্রীসভায় স্থান দেয়ার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া রাজশাহী-আব্দুলপুর ডুয়েল রেলপথ স্থাপনের দাবি জানানো হয়েছে। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে রাজশাহীর সর্বস্তরের নারী-পুরুষরাও ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, ডা. আব্দুল মান্নান, সংগঠনের সাংগাঠনিক সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, প্রকৌশলী ওমর ফারুক, অধ্যাপক জিএম হারুন, অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, প্রবীণ সাংবাদিক বুলবুল চৌধুরী, রাবির অধ্যাপক খায়রুল ইসলাম, মিজানুর রহমান, নারী নেত্রী জায়তুনা খাতুন, রাজশাহী চেম্বার পরিচালক এম. শরিফ, ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতা জিয়াউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, অধ্যাপক লুৎফর রহমান, জাপা নেতা সালাহউদ্দিন মিন্টু, মানবাধিকার কর্মী আইয়ূব আলী তালুকদার, ছাত্রনেতা জুয়েল প্রমুখ।

বক্তারা শুরুতেই জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে তাকে স্মরণ করে বলেন, নানা কারণে রাজশাহী উন্নয়ন বৈষম্যের শিকার হচ্ছে। রাজশাহীতে গৃহস্থলির কাজে গ্যাস দেয়া হলেও আমলাতান্ত্রিক জটিলায় তা বন্ধ রয়েছে। এখনো রাজশাহীতে গড়ে উঠেনি কোনো সিএনজি স্টেশন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবি জানান।

এছাড়া রাজশাহীর ঐতিহ্য রেশম কারখানা চালু, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিত ও দীর্ঘ দিনের দাবি গঙ্গা ব্যারেজ ও উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন করে অবিলম্বে রাজশাহীসহ উত্তরাঞ্চলকে মরুকরণের কবল থেকে রক্ষার দাবি জানানো হয়। এছাড়া রাজশাহীর পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকায় অবিলম্বে শুষ্ক মৌসুমের মধ্যেই নদী তীর সংরক্ষণের কাজ শুরুর জোর দাবি জানানো হয়। নদী তীর রক্ষায় এখন পর্যন্ত সরকারি কোনো উদ্যোগ না নেয়ায় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন সমাবেশ থেকে।

শিক্ষা নগরী হিসেবে রাজশাহী পরিচিত হলেও রাজশাহীতে শিক্ষার ক্ষেত্রে এখনও অনেক পিছিয়ে রয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, রাজশাহীর সরকারি স্কুল-কলেজে আসন বৃদ্ধি, দুই শিফট চালু ও কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণের দাবি জানানো হয়। সরকারি নিয়ম ভেঙে যেসব শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও বিভিন্ন দফতরে তিন বছরের বেশি সময় ধরে চাকরি করছেন তাদের অবিলম্বে বদলির দাবি জানানো হয়। ব্যবসায়ীদের স্বার্থে ব্যাংকারদের প্রতি সহজ শর্তে ঋণ প্রদান করে নগরের ব্যবসা-বাণিজ্যের প্রসার ও শিল্প স্থাপন তরান্বিত করার দাবি জানানো হয়।

শাহরিয়ার অনতু/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।