আকলিমা আক্তার রিক্তার তিনটি কবিতা


প্রকাশিত: ০৬:০৩ এএম, ১০ জানুয়ারি ২০১৬

একদিন আমি তোমার ছিলাম

একদিন আমার সকাল হতো তোমার কণ্ঠে
আমার কর্মব্যস্ততা, ক্যাম্পাস শুরু হতো তোমার কণ্ঠের আঁচে
একদিন আমারও দুপুর ছিল
দুপুরগুলো সাজতো প্রণয়ের খেলা নিয়ে
দুপুরের ঘামগুলো গলা বেয়ে নামতো
তুমি গোলাপ চোখে তাকিয়ে আমাকে দেখতে
আর আমি লজ্জা পেতাম
একদিন আমারও বিকেল হতো
বিকেলগুলো কুসুমকোমলের মতো ঢেউ খেলতো
বিকেলের ছাদে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে
মুঠোফোনে তোমার কণ্ঠ শুনতাম
এখন আমার সকাল নেই, দুপুর নেই, বিকেল নেই
সকাল, দুপুর, বিকেলগুলো অভিমান এর তারায় ঘর বেঁধেছে
এখন আমার বড্ড প্রিয় রাত!
অন্ধকার রাত!

জন্মান্ধ হৃদয়
     
যে হৃদয়ের চোখ জাগেনি
কী করে সে হৃদয় রমণীর ভালোবাসা বুঝবে?
রমণী এক প্রার্থনা
রমণী এক যুদ্ধ
রমণী এক নদী
রমণীর শুভ্র ভালোবাসা পাওয়া মানে
জীবনসংগ্রামের পথে আরামদায়ক শীতলতা পাওয়া।
রমণী এক মায়ার পাহাড়
রমণী ভালোবাসার মূর্তি
রমণী পূর্ণ প্রেমিকা
যে হৃদয় রমণীকে আবিষ্কার করেনি
সে হৃদয় জন্মান্ধ।

ইতিহাসের মানচিত্র
    
আমার সাথে সমুদ্র স্নানে যাবে?
আজকাল সমুদ্র স্নান, নদী স্নান, জোসনা স্নানে
মন ধরেছে খুব।
ভুল মানুষকে ভালোবাসতে বাসতে মনের গহীনে
সৃষ্টি হয়েছে গভীর ক্ষত।
শুধু একটা দুপুর, একটা রাত নয়
সহস্র রাত পার হলেও
এই ক্ষত মুছবেনা!
সমুদ্র সঙ্গম দরকার
দরকার জোসনাস্নানের
দরকার গভীর কালো অন্ধকারের
দরকার একটি কলম, ডায়েরি আর ক্যান্ডেল লাইটের।
ইতিহাসের মানচিত্রে লিখে যাব স্বর্ণাক্ষরে
বিংশ শতাব্দীজুড়ে কোনো প্রেম ছিল না,
মায়া আর ভালোবাসা ছিল না।
ছিল শুধু প্রতারণা
আর তুমিই ছিলে সাক্ষী ।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।