সাতক্ষীরার উত্তর দাঁদপুর স্কুলের বেহাল দশা


প্রকাশিত: ০৪:১৬ এএম, ১০ জানুয়ারি ২০১৬

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ৩৯ নং উত্তর দাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনটির অর্ধেকের বেশি অংশ ধসে গেছে। দরজা-জানালা না থাকায় রাতে বাদুর ও পশু পাখি আশ্রয় নেয় রুমগুলোতে।

১৯৮৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত আর সংস্কার করা হয়নি। অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্রও থাকে ঝুঁকির মধ্যে। ক্লাস চলাকালীন ছাদ ইটের খোয়া বেরিয়ে বাচ্চাদের মাথায় পড়ে আহত হওয়ার ঘটনাও কম নয়। স্কুলটির এমন অবস্থা দেখে অবিভাবকরাও তাদের সন্তানদের অন্য স্কুলে ভর্তি করছেন।

school

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কান্তি বিশ্বাস জাগো নিউজকে বলেন, বিষয়টি বার বার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি। শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে নিজেদের উদ্যোগে স্কুলের মাঠে বাঁশ ও টিন দিয়ে একটি ঘর তৈরি করে ক্লাস নেয়া হচ্ছে। শীতের দিনে হিমশীতল ঠান্ডায় অনেক কষ্টে ক্লাস করছে শিশুরা।

এ বিষয়ে জেলা প্রশাসক নাজমুল আহসান জাগো নিউজকে বলেন, অত্যন্ত দুঃখের বিষয় বিদ্যালয়টির বেহাল অবস্থার কথা আমাকে জানানো হয়নি। তবে এখন বিদ্যালয়টি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।