উল্টো পথে গেলে আবারো গাড়ির চাকা ফুটো


প্রকাশিত: ০৫:৪৫ এএম, ২২ নভেম্বর ২০১৪

ঢাকা মহানগর পুলিশের আলোচিত সেই কাটা আবারও চালু করা হলো রাজধানীতে। উল্টো পথে যানবাহন চলাচল ঠেকাতে রাজধানীর রমনা থানা এলাকায় অবস্থিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরের সামনের সড়কে একটি প্রতিরোধক যন্ত্র বসানো হয়েছে। শনিবার ভোর পাঁচটার দিকে যন্ত্রটি চালু করা হয়েছে বলে জানা গেছে।

তথ্য মতে, গত ২৩ মে রাজধানীর হেয়ার রোডে পরীক্ষামূলকভাবে একই ধরনের একটি প্রতিরোধক যন্ত্র বসানো হয়। কিন্তু এক মাসের মধ্যেই যন্ত্রটি অচল হয়ে যায়। পরে যন্ত্রটি সরিয়ে নেয়ট্রাফিক বিভাগ। এই যন্ত্রের বিশেষত্ব হলো কোনো যানবাহন সড়কের উল্টো পথ দিয়ে গেলেই প্রতিরোধক যন্ত্রের সঙ্গে যুক্ত কাঁটাগুলো গাড়ির চাকা বিধে যায়।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ বলছে, গতবার ভিআইপি রোডে প্রতিরোধক যন্ত্রটি বসানো হয়েছিছল। কিন্তু এবার আমরা ডিএমপির সদর দপ্তরের সামনের সড়কে প্রতিরোধক যন্ত্র বসিয়ে পর্যবেক্ষণ করছি।

আগেরটির মতো এবারের যন্ত্রটিও তৈরি করেছে ধোলাইখালের সোহেল মেটাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি।জানা গেছে, যন্ত্রটি তৈরি করতে খরচ হয়েছে ৬ লাখ টাকা। ৩০ ফুট লম্বা ও ১৩ ইঞ্চি চওড়া এই প্রতিরোধক যন্ত্রটিতে ১৮০টি কাঁটা রয়েছে। যন্ত্রটি ১০০ টন ভারী যানের চাপ সহ্য করতে সক্ষম।

সূত্র জানিয়েছে, প্রথমবার বসানো প্রতিরোধক যন্ত্রটি অল্পতেই অকার্যকর হওয়ায় এবার আর হইচই করে উদ্বোধন করা হবে না। যন্ত্রটির কার্যকারিতা পর্যবেক্ষণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।