মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৬:৫০ পিএম, ০৯ জানুয়ারি ২০১৬

ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে এ মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টার পর গণভবন থেকে মোনাজাতে অংশ নেবেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজ বাসভবন ফিরোজা থেকে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন।

এবার ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগের অন্যতম প্রবীণ ও শীর্ষ মুরুব্বি মাওলানা সাদ। তিনি ভারতের বাসিন্দা। মাওলানা সাদ ইজতেমার সময় বেশ কয়েকবার আমবয়ান করে আসছেন।

এসএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।