ইজতেমার আখেরি মোনাজাত সকাল সাড়ে ১০ থেকে সাড়ে ১১টা
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে। ইজতেমার শীর্ষ মুরুব্বিদের মাশওয়ারায় (পরামর্শে) এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমসূচি থেকেও এতথ্য পাওয়া গেছে।
এবার ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগের অন্যতম প্রবীণ ও শীর্ষ মুরুব্বি মাওলানা সাদ। তিনি ভারতের বাসিন্দা। মাওলানা সাদ ইজতেমার সময় বেশ কয়েকবার আমবয়ান করে আসছেন।
মাওলানা সাদের দাদা মাওলানা ইউসুফ আলীও তাবলিগের কাজের সঙ্গে জড়িত ছিলেন। মাওলানা সাদ তাবলিগের সাথীদের কাছে অতিপ্রিয় ব্যক্তিত্ব। তার বক্তব্য সব মহলে সমাদৃত।
মাওলানা সাদ ২০১৫ সালের বিশ্ব ইজতেমায় সর্বপ্রথম আখেরি মোনাজাত পরিচালনা করেন।
এসএ/বিএ