শিবচরে ২৪৪টি কচ্ছপ উদ্ধার, পদ্মায় অবমুক্ত


প্রকাশিত: ০৫:০৪ পিএম, ০৯ জানুয়ারি ২০১৬

ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচরে একটি যাত্রীবাহী বাস থেকে ২৪৪টি কচ্ছপসহ এক কচ্ছপ ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮। পরে ভ্রাম্যমাণ আদালত ওই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা আর্থিক জরিমানা করেন ও কচ্ছপগুলো পদ্মা নদীতে অবমুক্ত করেন।

জানা যায়, শনিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের জেলার শিবচরের পাচ্চর নামক এলাকায় র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের এএসপি আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল পিরোজপুরগামী বনফুল পরিবহনে অভিযান চালায়।


এসময় র‌্যাব বাসের ছাদ থেকে ২টি বস্তাভর্তি ২শ ৪৪টি কচ্ছপ উদ্ধার করে। এসময় র‌্যাব ব্যবসায়ী নিরঞ্জন সমাদ্দারকে আটক করে। পরে শিবচর সহকারী কমিশনার (ভূমি) সানজিদা ইয়াসমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ী নিরঞ্জনকে ৭ হাজার টাকা জরিমানা করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত কচ্ছপগুলোকে কাওড়াকান্দি ঘাটের পদ্মা নদীতে অবমুক্ত করেন। ব্যবসায়ী নিরঞ্জন বরিশালের উজিরপুর উপজেলার মাদ্রা গ্রামের রাজেন্দ্র সমাদ্দারের ছেলে।


শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা ইয়াসমিন জানান, যাত্রীবাহী বাস থেকে উদ্ধারকৃত কচ্ছপগুলো পদ্মায় অবমুক্ত করা হয়েছে।

এ কে এম নাসিরুল হক/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।