জাবিতে ডিএসই আন্তঃক্লাব বিতর্ক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত


প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০৯ জানুয়ারি ২০১৬

‘দ্রোহের প্রদীপ জ্বলে উঠুক সকল মানস মন্দিরে’ এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাটম ৫ম আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০১৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিতর্ক সংগঠন ‘ডিবেটিং সোসাইটি অব ইকোনোমিক্স’ (ডিএসই) এর আয়োজনে সেলিম আল দীন মুক্তমঞ্চে এ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। বিতর্ক শেষে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়।

বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফেডিল ইন্ট্যারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি পেয়েছে রানার্স আপ পুরস্কার।

"
উল্লেখ্য, ডিএসই আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় দেশের ৩২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব অংশগ্রহণ করে। অর্থনীতি, গণতন্ত্র, রাজনীতি, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে বিতার্কিকরা অংশ নেন।

হাফিজুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।