আইডিইবির নির্বাচনী প্রচারে মিথ্যাচারের অভিযোগ
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) কেন্দ্রীয় কমিটির আসন্ন নির্বাচনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের নাম ব্যবহার করে মিথ্যাচার করা হচ্ছে বলে দাবি করেছেন আব্দুর রব-কাজী নজরুল-মাইনুর রহমান, সাখাওয়াত হোসেন প্যানেল। এমনকি ওই পরিষদের প্রায় সবাই জামায়াত-বিএনপির সমর্থক বলেও অভিযোগ করেছে আইডিইবির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা বলেন, প্রধানমন্ত্রীর আশির্বাদধন্য একমাত্র প্যনেল হচ্ছে এ কে এমএ হামিদ ও শামসুর রহমান প্যানেল। নেতৃবৃন্দ আসন্ন ২৮ জানুয়ারি সংগঠেনের নির্বাচনে এই প্যানেলকে জয়ী করার আহ্বানও জানান।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ভূঁয়া বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের নামে তথাকথিত সভাপতি মো. সফিউল্যার সভাপতিত্বে আব্দুর রব ভূঞা-কাজী নজরুল-মাঈনুর রহমান-সাখাওয়াত হোসাইন প্যানেলের নির্বাচনী ইশতিহার ঘোষণায় পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হচ্ছে। তিনি বলেন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের অনুমোদন না থাকায় মো. সফিউল্ল্যা বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের বৈধ প্রতিনিধিত্ব করতে পারে না। নির্বাচনী ইশতেহার ঘোষণার নামে আইডিইবি ও সংগঠনের দীর্ঘ পরীক্ষিত নেতৃত্ব এ কে এম এ হামিদ- শামসুর রহমানের বিরুদ্ধে যে সব মিথ্যা অভিযোগ উত্থাপন করা হয়েছে, সংবাদ সম্মেলনে তা প্রত্যাখ্যান করা হয়।
আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ বলেন, গত ৬ জানুয়ারী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমর্থিত ও আশীর্বাদপুষ্ট বলে আব্দুর রব ভূঞা-কাজী নজরুল-মাঈনুর রহমান-সাখাওয়াত হোসাইন প্যানেলের পক্ষ থেকে যে মিথ্যাচার করা হয়েছে তা অতিব নিন্দনীয়। এই তথাকথিত প্যানেলের প্রায় সকল সদস্যরাই হয় জামায়াত, নয় বিএনপির সঙ্গে জড়িত। এদের কেউ কেউ বর্তমানে জামায়াতের বিভিন্ন পদেও আসীনও রয়েছেন। তাই প্রধানমন্ত্রীর আর্শিবাদ ধন্য প্যানেল তারা কখনও হতে পারে না।
এছাড়া প্রতিহিংসা ও ব্যক্তিগত চরিত্র হননের আশ্রয় পরিহার করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও আইডিইবির মর্যাদা অক্ষুণœ রাখার স্বার্থে নির্বাচনী প্রক্রিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি ও বজায় রাখার স্বার্থে ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান তিনি।
শামসুর রহমান বলেন, আইডিইবির নির্বাচনে এবার হামিদ-শামসুর রহমান প্যানেলকে সমর্থন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২২ ডিসেম্বর গণভবনে প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে তাদেরকে সমর্থন দিয়ে আশির্বাদও করেন। অথচ বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের নাম ব্যবহার করে সম্পূর্ণ মিথ্যাচার করছে আব্দুর রব-কাজী নজরুল প্যানেল। তারা এ সংগঠনের কেউ না। এছাড়া আব্দুর রব-কাজী নজরুল প্যানেলের অধিকাংশ সদস্য বিএনপি-জামায়াত সমর্থিত বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ, সাধারণ সম্পাদক শামসুর রহমান, পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. খবির হোসেন, সংগঠনের সভাপতি এ কে এম আব্দুল মোতালেব, সহসভাপতি ফাইজুর রহমান খান, যুগ্মসম্পাদক এমদাদুল হক আকন্দসহ আরো অনেকে।
এইচএস/পিআর