পাহাড়ি এলাকায় অভিযান, ১০ হাজার লিটার চোলাই মদ ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২২
ছবি: সংগৃহীত

অডিও শুনুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পাহাড়ি এলাকায় গড়ে ওঠা একটি চোলাই মদের কারখানা ধ্বংস করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে মদ তৈরিতে যুক্ত থাকার অভিযোগে মো. বিদ্যুৎ খন্দকার (২৬) নামে একজনকে গ্রেফতার করা হয়।

এসময় কারখানায় প্রস্তুত থাকা প্রায় ১০ হাজার লিটার তৈরি চোলাই মদ ধ্বংস এবং প্রায় ৪০ হাজার লিটার উপকরণ জব্দ করা হয়।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার ভাটিয়ারী এলাকার একটি দুর্গম পাহাড়ে এ অভিযান চালানো হয়।

jagonews24

গ্রেফতার বিদ্যুতের গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশায়। তার বাবার নাম মো. কামাল মোস্তফা। তিনি বর্তমানে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার পূর্ব হাসনাবাদ এলাকায় থাকেন।

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে বিদ্যুৎ আটক হলেও কামাল (৫০) এবং মামুন (২৪) নামের দুই ব্যক্তি পালিয়ে যায়। সেখান থেকৈ বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ ও ধ্বংস করা হয়।

চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার জাগো নিউজকে বলেন, আটক ব্যক্তি এবং পালিয়ে যাওয়া ব্যক্তিরা পাহাড়ি এলাকায় কারখানা গড়ে তুলে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। তাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মিজানুর রহমান/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।