ভূমিকম্পে বিশ্বের সর্ববৃহৎ নারী বাজার বন্ধ


প্রকাশিত: ০৭:১৬ এএম, ০৯ জানুয়ারি ২০১৬

ভূমিকম্পের পর বন্ধ হয়ে গেছে নারীদের দ্বারা পরিচালিত বিশ্বের সর্ববৃহৎ একটি বাজার। সোমবার কম্পনে বাজারের ওই ভবনে ফাঁটল দেখা দেয়ায় তা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। ভারতের মনিপুর প্রদেশের রাজধানী ইম্ফলে নারীদের ওই বাজার।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইম্ফলের ইমা ও খাইরামবান্ধ বাজারের নারী বিক্রেতারা বলছেন, নারীদের পরিচালিত বিশ্বের বৃহত্তম বাজার ভূমিকম্পের পর থেকে বন্ধ রয়েছে। ফলে পথে বসতে চলেছেন ব্যবসায়ীরা।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই ভবনটিতে ফাঁটল দেখা দেয়ায় তা ব্যবহারের অনপুযুক্ত হয়ে পড়েছে। এ কারণে বন্ধ করে দেয়া হয়েছে ওই বাজার। দ্রুত বাজার খুলে দেয়ার দাবি জানিয়েছেন নারী ব্যবসায়ীরা।

মণিপুরের ইম্ফল শহরের বেশিরভাগ দোকানিই নারী। শহরটিতে পরিবারের উপার্জনে নারীদের ভূমিকাই বেশি। ব্যবসা বন্ধ হয়ে পড়ায় অনেকেই রাস্তায় নেমেছেন।

এদিকে সোমবারের ভূমিকম্পে মনিপুরে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্প আঘাত হানায় ৩ দিন বন্ধ থাকার পর শুক্রবার খুলেছে অফিস-আদালত ও বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান। কিন্তু নারীবাজার এখনও বন্ধ রয়েছে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।