বাসে হালুয়া খাইয়ে বাবা-ছেলের লাখ টাকা নিয়ে গেলো অজ্ঞানপার্টি
রাজধানীর গুলিস্তান গোলাপ শাহ মাজারের সামনে গ্যালাক্সি পরিবহন বাসে হালুয়া খাইয়ে অচেতন করে বাবা বিল্লাল হোসেন (৫০) ও ছেলে মো. রাসেল হোসেনের (২২) কাছ থেকে একলাখ টাকা নিয়ে পালিয়ে যায় অজ্ঞানপার্টির সদস্যরা।
বুধবার (০৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে দুপুর পৌনে একটায় নেওয়া হলে প্রাথমিকভাবে স্টোমাক ওয়াশ করা হয়।
অজ্ঞানপার্টির খপ্পরে পড়া মো. রাসেল হোসেন জাগো নিউজকে জানান, আমি বিদেশ যাওয়ার উদ্দেশে কাগজপত্র জমা দিতে চাঁদপুর হাইমচর থেকে লঞ্চের মাধ্যমে ঢাকায় আসি। এরপর ফকিরাপুল যাওয়ার জন্য গ্যালাক্সি পরিবহনে উঠি। বাসে আমাদের হালুয়া খাইয়ে অজ্ঞান করে সঙ্গে থাকা এক লাখ টাকা নিয়ে গেছে প্রতারক চক্র।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, গুলিস্তান গোলাপ শাহ মাজারের সামনে থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া বাবা-ছেলেকে নিয়ে এলে স্টোমাক ওয়াশ দিয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল পাঠানো হয়।
কাজী আল আমিন/একেআর/এসএইচএস/এএসএম