ক্রিকেট জয়োৎসবে বলি এক কিশোর


প্রকাশিত: ০৫:৩৬ এএম, ০৯ জানুয়ারি ২০১৬

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত এক জয় পেয়েছে আফগানিস্তান। বুধবার ম্যাচে শেষে রাতে জয়োৎসবের বলি হয় এক কিশোর সমর্থক। ম্যাচ জয়ে আনন্দে মাতোয়ারা হয়ে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে গুলি করে উৎসব করার সময় এই ঘটনাটি ঘটে। বিষয়টি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছে একটি হাসপাতালের কর্মকর্তারা।

জিম্বাবুয়েকে ৩-২ ব্যবধানে হারিয়ে সিরিজ নিশ্চিত করে আফগানিস্তান। ফলে ওয়ানডে র্যাংকিংয়ে প্রথমবারের মত ১০ম অবস্থানে উঠে আসে যুদ্ধবিধ্বস্ত দেশটি। জাতীয় দলের এমন সাফল্যে পুরো দেশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আনন্দে উদ্বেলিত হয়ে হাজার হাজার আফগান সমর্থক রাস্তায় নেমে আসে। উৎসবকে আরো রাঙ্গিয়ে তুলতে ফাঁকায় গুলি ছোঁড়ার সময় ১৭ থেকে ১৮ বছরের এক কিশোর নিহত হয়।

এছাড়াও এ সময় কমপক্ষে আরো তিন ব্যক্তি আহত হয়েছেন। ঘটনার পর কাবুল পুলিশ জয়ের পর বন্দুক দিয়ে ফাঁকা গুলি করে উৎসব করা ৩৫ ব্যক্তিকে আটক করেছে।

উল্লেখ্য, আফগানিস্তানে ফাঁকা গুলি করে উৎসব করাটা তাদের ঐতিহ্যের অংশ।

আরটি/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।