আগারগাঁওয়ে কফি মেকার বিস্ফোরণে আহত ৪

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

রাজধানীর আগারগাঁওয়ে একটি ফুড সেন্টারে কফি মেকার বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। তারা হলেন- মোহাম্মদ রিয়াদ (২৫), মো. রুবেল (৩৫), মো. হিরু (৪০) ও মো. জাহাঙ্গীর (২২)।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের আইডিবি ভবনের পাশে এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় রিয়াদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

রিয়াদের সহকর্মী জনি জানান, কফি বানানোর সময় হঠাৎ মেকারটি বিস্ফোরিত হয়। এতে চারজন আহত হন। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকে ছেড়ে দেওয়া হয়। রিয়াদের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, কফি মেকার বিস্ফোরণে গুরুতর আহত অবস্থায় রিয়াদ নামের এক ব্যক্তি এসেছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক।

কাজী আল-আমিন/আরএডি/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।