মুজিবনগরে প্রতিপক্ষের হামলায় চা বিক্রেতা নিহত


প্রকাশিত: ০৩:১০ পিএম, ০৮ জানুয়ারি ২০১৬

টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় লিয়াকত শেখ (৫০) নামের এক চা বিক্রেতা নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত তিন জন। শুক্রবার বিকেলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ঘটনা ঘটে।

আহতরা হলেন, নিহত লিয়াকত শেখের ছেলে ফয়সাল হোসেন (২৫), ভাই মাবুদ শেখ (৪৫) ও পারভেজ হোসেন (৪০)। আহতরা মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসাধীন রয়েছে বলে জানা গেছে। নিহত লিয়াকত শেখ বাগোয়ান গ্রামের গোলাম মক্করের ছেলে।

tee

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, নিহত লিয়াকত শেখের ভাই রিপন হোসেন একই গ্রামের জামাত আলীর কাছে চারশ টাকা পেতেন। বিকেলে লিয়াকত আলীর চায়ের দোকানে জামাত আলী আসলে তার কাছে টাকা চান রিপন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে সেখান থেকে বাড়ি ফিরে জামাত আলী তার পক্ষের ১০/১২ জন লোক নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্রসহ লিয়াকত আলীর দোকানে এসে হামলা চালায়। এসময় লিয়াকত আলী ও তার ছেলে এবং দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় হামলাকারী।

tee

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিয়াকতকে মৃত ঘোষণা করেন। তিনি জানান হামলাকারীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে । বর্তমানে গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান মোস্তাফিজুর রহমান।

আতিকুর রহমান টিটু/এসকেডি/এমএস

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।