শামীম ওসমানের ব্যর্থতা স্বীকার
নারায়ণগঞ্জের নানা সমস্যার কথা তুলে ধরে নিজের ব্যর্থতা স্বীকার করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
শুক্রবার বিকেলে শহরের পাইকপাড়া আমেনা মঞ্জিল এলাকায় স্যাটেলাইট কেবল (ডিশ) এর সেটটপ বক্স কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামীম ওসমান আরো বলেন, মাস্টার প্লানের কারণে নারায়ণগঞ্জে অনেক উন্নয়ন হয়নি এর ব্যর্থতা আমারও। সেই ব্যর্থতা থেকেই বলছি আমরা আশা করছি দ্রুত নারায়ণগঞ্জে উন্নয়ন ঘটবে। নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে আমরা কাজ শুরু করেছি। ইভটিজিং প্রতিরোধেও সবাইকে সজাগ থাকতে হবে। কারণ এসব দূর না হলে উন্নয়ন প্রশ্নবিদ্ধ থাকে।
তিনি আরো বলেন, আমি প্রথম ৪ থেকে ৫দিন মাঠে থাকবো। আর ছাত্রলীগ, যুবলীগ ও স্কাউটের লোকজন আরো কয়েকদিন রাস্তায় থেকে যানজট নিরসনে কাজ করবে। আমরা দেখিয়ে দেবো কিভাবে সকল যানজটের সমস্যার সমাধান করা সম্ভব। যানজট আমাদের একটি প্রধান সমস্যা, আমরা সিটি কর্পোরেশনকে শিখিয়ে দেব কিভাবে যানজট নিয়ন্ত্রণ করতে হয়।
শামীম ওসমান আশা প্রকাশ করে বলেন, আমাদের সরকারের আর তিন বছর মেয়াদ রয়েছে এই তিন বছরে নারায়ণগঞ্জে কোন বড় সমস্যা থাকবে না। সকল সমস্যা সমাধানে আমরা কাজ করে যাচ্ছি। আমরা এমন নারায়ণগঞ্জ গঠনে কাজ করছি যেই নারায়ণগঞ্জে রাত ২টায় একটি মেয়ে রাস্তা দিয়ে হেটে গেলেও ইভটিজিংয়ের শিকার হবে না, যেই নারায়ণগঞ্জে কোনো যানজট থাকবে না, যে নারায়ণগঞ্জ থাকবে সন্ত্রাস ও মাদকমুক্ত ।
তিনি বলেন, সমাজের ভূমিদস্যুদের কোন ছাড় দেয়া হবে না যদি সে আমার বাবাও হয় তবুও না। প্রত্যেক শহরে বিশেষ করে ঢাকায় প্রতিদিনই ডিশ ব্যবসা নিয়ে খুনাখুনি হয় তবে আমাদের নারায়ণগঞ্জে তা হয় না এ জন্য আমি নারায়ণগঞ্জের ডিশ ব্যবসায়ীদের এবং সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, এই সেট টপ বক্সের মাধ্যমে নারায়ণগঞ্জে ডিস লাইন নিতে ক্যাবলের প্রয়োজন পড়বে না। শুধুমাত্র সেট টপ বক্সের মাধ্যমেই চালানো যাবে ডিসলাইন, চলবে ইন্টারনেট ও টিঅ্যান্ডটি লাইনও। সেই সঙ্গে ক্রিস্টাল ক্লিয়ার থাকবে ২শটি।
মো. শাহাদাত হোসেন/এসকেডি/এমএস