দ. আফ্রিকা দলে ‍শুধু অধিনায়কের পরিবর্তন


প্রকাশিত: ০১:৫১ পিএম, ০৮ জানুয়ারি ২০১৬

দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে বিশাল ব্যবধানে পরাজয়ের পর দক্ষিণ আফ্রিকা দলের নেতৃত্ব ছাড়েন হাসিম আমলা। তার পরিবর্তে এবি ডি ভিলিয়ার্সকে অধিনায়ক ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। তবে নেতা পরিবর্তন হলেও দলে কোন পরিবর্তন হয়নি। প্রথম দুই টেস্টে ঘোষিত দলেই আস্থা রেখেছে নির্বাচকরা।

ব্যাট হাতে টানা দুঃসময় কাটালেও দলে রয়েছেন স্টিয়ান ভ্যান জিল। টেস্ট স্পেশালিষ্ট স্টিফেন কুককে দলে নেবার জোর গুঞ্জন থাকলেও শেষ মুহূর্তে তা করেনি সিএসএ।

তবে সর্বশেষ ভারত সফরে খেলা ওয়ানডে দলে সামান্য পরিবর্তন করেছে তারা। বাঁ হাতি স্পিনার অ্যারোন ফাঙ্গিসোর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন রাইলি রুশো।

ইতোমধ্যেই চার ম্যাচ টেস্ট সিরিজে ০-১তে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে আগামী ১৪ জানুয়ারি শুরু হবে তৃতীয় টেস্ট। এরপর আগামী ২২ জানুয়ারি সেঞ্চুরিয়ানে অনুষ্ঠিত হবে চতুর্থ এবং শেষ টেস্ট। টেস্ট সিরিজ শেষে পাঁচটি ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দু’দল।

দ. আফ্রিকা টেস্ট দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, কাইল অ্যাবট, তেম্বা বাভুমা, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসি, ডিন এলগার, মরনে মরকেল, ড্যান পিডট, কাগিসো রাবাদা, রাইলি রুশো, ডেল স্টেইন ও স্টিয়ান ভ্যান জিল।

দ. আফ্রিকা ওয়ানডে দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, কাইল অ্যাবট, ফারহান বেহারদিন, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসি, ইমরান তাহির, ডেভিড মিলার, মরনে মরকেল, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, রাইলি রুশো ও ডেল স্টেইন।

আরটি/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।