গেইলের নিষেধাজ্ঞা চান চ্যাপেল, ভিন্ন মত হোয়াইটের


প্রকাশিত: ০১:০১ পিএম, ০৮ জানুয়ারি ২০১৬

ঝামেলায় পড়েছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। নিছক মজা করতে গিয়ে যেন ফেঁসে গেছেন তিনি। এখন শুরু হয়েছে ক্যারিয়ার পড়েছে হুমকির মুখে। সকল ক্রিকেট জাতিকে এক যোগে ক্রিকেট থেকে গেইলকে ব্যান (নিষিদ্ধ) করার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার ইয়ান চ্যাপেল। তবে তার স্বদেশী ক্যামেরুন হোয়াইট খুব শীঘ্রই গেইলকে মাঠে দেখতে চান।

গেইল প্রসঙ্গে ইয়ান বলেন, ‘গেইলকে যদি ক্রিকেট অস্ট্রেলিয়া সব ক্লাবকে না নেয়ার নির্দেশ দেয়, তাহলে আমি খুবই খুশি হব। শুধু ক্রিকেট অস্ট্রেলিয়াই নয়, বিশ্ব জুড়ে গেইলকে ব্যান করা হলে সেটাই হবে ওর সঠিক শাস্তি।’
 
শুধু তাই বলে ক্ষান্ত হননি ইয়ান। আইসিসির এ নিয়ে পদক্ষেপ নেয়া উচিৎ বলেও মনে করেন তিনি। অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটসম্যানের দাবি, এটা যদি গেইলের প্রথম অপরাধ নয় এর আগেও তিনি তা বহুবার করেছেন।

গেইলকে সব ধরণের ক্রিকেট থেকে ইয়ান নির্বাসিত করতে চাইলেও তার স্বদেশী ক্যামেরুন হোয়াইট খুব শীঘ্রই গেইলকে মাঠে দেখতে চান। এই নিয়ে হোয়াইট বলেন, ‘টি-টোয়েন্টিতে ক্রিস গেইল সেরা খেলোয়াড়। আশা করি গত সপ্তাহের ঘটনায় তার খেলায় কোন প্রভাব ফেলবে না। তার কথা এবং শরীরী ভাষায় বুঝা যায় সে সঠিক জায়গাতেই আছে।’

দুই দিন আগে বিগ ব্যাশের একটি ম্যাচের মাঝে এক টেলিভিশন সাংবাদিককে ডেটে যাওয়ার প্রস্তাব দিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন গেইল। ঘটনার পরেই অবশ্য ক্ষমা চেয়ে নেন ক্যারিবিয়ান এই দৈত্য। এমনকি দশ হাজার ডলার জরিমানাও গুনেছেন তিনি। উল্লেখ্য, গেইলের জরিমানা দেয়া দশ হাজার ডলার ম্যাকগ্রা ফাউন্ডেশনে জমা দিয়েছে বিগ ব্যাশ কমিটি।

আরটি/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।