ঢাকা-টঙ্গি-ময়মনসিংহ সড়কে তীব্র যানজট


প্রকাশিত: ১১:৪৭ এএম, ০৮ জানুয়ারি ২০১৬

বিশ্ব ইজতেমার প্রথম দিন শুক্রবার জুমার নামাজের পর থেকে ঢাকা-উত্তরা-টঙ্গি থেকে শুরু করে ময়মনসিংহ মহাসড়কে  দীর্ঘ তিন কি.মি তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।  ইজতেমা ময়দান থেকের বের হয়েই ধর্মপ্রাণ মুসল্লিরা টঙ্গি ব্রিজ, উত্তরার বোর্ডবাজার ও উত্তরা ১০ নং সেক্টরের রাস্তায় যানজটের কবলে পড়ে।

মুসল্লিরা জানান, জুমার নামাজের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস, পিকআপ, লেগুনাসহ বিভিন্ন যানবাহনের জট লেগে যায়। এতে জুমার নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে তারা ভোগান্তিতে পড়েন।ফলে বাধ্য হয়ে অধিকাংশ মুসল্লিই পায়ে হেঁটে গন্তব্যে রওয়ানা দেন।  

এদিকে, যানজট নিরসনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। সর্বশেষ বিকেল সাড়ে ৫টা  পর্যন্ত যানজট কাটেনি।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, ইজতেমায় জুমার নামাজে মুসল্লিদের চাপ বেশি থাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

উত্তরা ১০ নং সেক্টরে ট্রাফিক পুলিশ সার্জন বিভাস চক্রবর্তী জানান, মুসল্লিদের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় যানজট লেগেছে। এছাড়া ফিরতি কিছু বাস রাস্তায় মুসল্লিদের নিতে দাঁড়ানোর কারণে এই সমস্যা হচ্ছে। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।  

জেইউ/এমএম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।