নিখোঁজ নয়, আত্মগোপনে ছিলেন আইডিয়ালের সেই শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২২
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. হারুনুর রশীদ

সন্ধান মিলেছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. হারুনুর রশীদের। শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সায়েদাবাদে তার খোঁজ পায় সবুজবাগ থানা পুলিশ। পুলিশ বলছে, তিনি আত্মগোপনে ছিলেন।

মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের সহকারী কমিশনার (এসি) মনতোষ বিশ্বাস জাগো নিউজকে বলেন, সন্ধ্যায় শিক্ষক মো. হারুনুর রশীদকে সায়েদাবাদ থেকে উদ্ধার করা হয়। তিনি আত্মগোপনে ছিলেন। আত্মগোপনের বিষয়ে সুস্পষ্ট কিছু জানাননি। তাকে সবুজবাগ থানায় আনা হচ্ছে। এরপর জিজ্ঞাসাবাদ করে আত্মগোপনের বিষয়ে বিস্তারিত জানা হবে।

এর আগে ৩১ জানুয়ারি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি শিক্ষক মো. হারুনুর রশীদ। তাকে না পাওয়ায় রাজধানীর সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।

মতিঝিল আইডিয়াল স্কুলে খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডি বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেন হারুনুর রশীদ। এরপর ১৯৯০ সাল থেকে মতিঝিল আইডিয়ালে শিক্ষকতা করেন। তিনি মাধ্যমিক পর্যায়ের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ক্লাস নেন।

টিটি/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।