খালেদার ক্ষমা হবে না : প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১১:২৭ এএম, ০৮ জানুয়ারি ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জ্বালাও-পোড়াও আর মানুষ হত্যার কারণে পৌর নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দেয়নি। ফলে তাদের ভরাডুবি হয়েছে। পুড়িয়ে মানুষ হত্যার দায়ে খালেদা জিয়ার বিচার হবে। তার ক্ষমা হবে না। জনগণ তার সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ড এবং পিয়ারি পাকিস্তানি রাজনীতি পছন্দ করে না।

শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিসৌধে পৌরসভার নবনির্বাচিত মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান কর্নেল তাহেরকে সরিয়ে দিয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন। তিনি সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল ও নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন। তারপর যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠিত করেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ১২৩ ভাগ বাড়ানো হয়েছে। এ সময় তিনি উন্নয়নের জন্য সবাইকে এক যোগে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, আমরা গণতন্ত্র, ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে এনেছি। এ অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়। এটি এখন বাস্তব সত্য। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী শুক্রবার বেলা সাড়ে ১১টায় টুঙ্গিপাড়া এসে পৌঁছে শেখ রাসেল পৌর শিশুপার্ক উদ্বোধন করেন। এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বাদজুমা তিনি বঙ্গবন্ধু মাজার কমপ্লেক্স মসজিদে এক মিলাদ মাহফিলে অংশ নেন।

PM-pho

এ সময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর মুখ সচিব আবুল কালম আজাদ, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দীন আহম্মদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেন, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ সালাহউদ্দিন  জুয়েল, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. কৈান্দকার নাসির উদ্দিন, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার এস এম এমরান হোসেন প্রমুখ।

এস এম হুমায়ূন কবীর/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।