ফিফা প্রেসিডেন্ট নির্বাচন থেকে নাম প্রত্যাহার প্লাতিনির


প্রকাশিত: ১০:১৫ এএম, ০৮ জানুয়ারি ২০১৬

প্রথমে ৯০ দিনের, এরপর নিষিদ্ধ হলেন ৮ বছরের জন্য। ফিফা প্রেসিডেন্ট সেফ ব্ল্যাটারের সঙ্গে অবৈধ অর্থ লেনদেনের দায়ে আগামী আট বছর কোন ফুটবলীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারবেন না উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি। সুতরাং, ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বীতা করতে পারছেন না ফ্রান্সের সাবেক এই তারকা ফুটবলার।

প্রেসিডেন্ট নির্বাচনে যখন লড়তেই পারছেন না, তখন আর মনোনয়নপত্র ধরে রেখে লাভ কি! এ চিন্তাতেই হয়তো আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিলেন একসময় ফুটবলের এই হর্তা-কর্তা ব্যাক্তিটি। সংবাদ সংস্থা এপিকে দেয়া সাক্ষাৎকারে প্লাতিনি বলেন, ‘ফিফা নির্বাচন ২৬ ফেব্রুয়ারি। এত কম সময়ের মধ্যে আসলে নির্বাচনের প্রস্তুতি নেয়া অসম্ভব। এ কারণেই মূলতঃ নিজের নাম প্রত্যাহার করে নিলাম।’

প্লাতি বলেন, ‘আমি ফিফা নির্বাচনের দৌড় থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলাম। আর সময়টাও আমার জন্য কোন অংশে ভালো না। আর সবচেয়ে বড় কথা হলো অন্য প্রার্থীদের সঙ্গে এক সমান্তরালে থেকে লড়াই করার মত অবস্থা আমার জন্য রাখা হয়নি। আমাকে খেলতেও সুযোগ দেয়া হচ্ছে না। বাই বাই ফিফা, বাই বাই ফিফা প্রেসিডেন্সি।’

এর আগে এক সাক্ষাৎকারে প্লাতিনি বলেছিলেন, ‘ফিফা কর্মকর্তারা ভয় পাচ্ছেন যে, আমি নির্বাচনে জিতলে হয়তো তাদের ওপর প্রতিশোধ গ্রহণ করবো। এ কারণে তারা নির্বাচন করার সব রাস্তা বন্ধ করে দিচ্ছে।’

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।