তিন শতাধিক ব্যক্তিকে সম্মাননা দিলো কোয়ান্টাম ফাউন্ডেশন


প্রকাশিত: ০৯:০৮ এএম, ০৮ জানুয়ারি ২০১৬

স্বেচ্ছায় রক্তদানকারী তিন শতাধিক ব্যক্তিকে সম্মাননা দিলো রক্তদাতা সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১০ বার স্বেচ্ছায় রক্তদান করেছেন এমন ২৮০ জন রক্তদাতাকে বিশেষ আইডি কার্ড মেডেল ও সনদপত্র প্রদান করে সংগঠনটি। এছাড়া ২৫ বার রক্তদান করছেন এমন ৫০ জনকে বিশেষ আইডি কার্ড ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।  কোয়ান্টামের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আলী বোখারীর সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ডা. এবি এম ইউনূস।

এএস/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।