ঢাকা শিয়া সম্প্রদায়ের মানববন্ধন
প্রখ্যাত শিয়া আলেম নিমর আল নিমরের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা শিয়া সম্প্রদায়। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন , গত ১ জানুয়ারি সৌদি আরব সরকার অন্যায়ভাবে আয়াতুল্লাহ শেখ নিমর আল নিমরকে হত্যা করে। এ ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘসহ বিশ্বের অন্যগুলো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এমনকি সৌদি আরবের জনগণও এর প্রতিবাদ ও বিক্ষোভ করেছে।
তারা বলেন, ভারত, পাকিস্তান, কাশ্মীর, আফগানিস্তানসহ অন্যান্য দেশেও প্রতিবাদ, বিক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। আমরাও নিরব থাকতে পারি না। তাই আমরা বাংলাদেশি শিয়া সম্প্রদায়ও বিশ্বের এই প্রতিবাদী জনগণের সঙ্গে একাত্বতা ঘোষণা করছি এবং আজকের এই মানববন্ধন থেকে ও সৌদি শাসক গোষ্ঠীর এই অন্যায় নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবদি জানাচ্ছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা শিয়া সম্প্রদায়ের কাজী এম দেলয়ার হোসেন, হাবীব রেজা হোসেন, মো. ইউনুস আলী গাজী, মো. হাসিম আব্বাস প্রমুখ।
এএস/জেডএইচ/পিআর