বেতন কাঠামোর অসঙ্গতি দূরীকরণের দাবি শাবি শিক্ষকদের
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্যে অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ এবং অসঙ্গতি দূরীকরণের দাবি জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বৃহস্পতিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত অবস্থান ধর্মঘট পরবর্তী সমাবেশ থেকে এ দাবি জানান শিক্ষক নেতারা।
সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাস্কর্য চেতনা-৭১ চত্বরে এ অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেন শিক্ষকরা।
শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুহিবুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আব্দুল গণির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, অধ্যাপক সৈয়দ ড. সামসুল আলম, অধ্যাপক ড. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. সাজেদুল করিম, অধ্যাপক ড. সাবিনা ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুছ, অধ্যাপক ড. আবদুল আউয়াল বিশ্বাস, অধ্যাপক ড. দ্বীপেন দেবনাথ প্রমুখ।
সমাবেশে বক্তারা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন এবং ১১ জানুয়ারির আগে শিক্ষকদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান। অন্যথায় বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের এ আন্দোলন আরো কঠোর থেকে কঠোরতর করা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।
আব্দুল্লাহ আল মনসুর/বিএ