২০১৮ সালে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলবে : ওবায়দুল কাদের


প্রকাশিত: ০১:২৩ পিএম, ২১ নভেম্বর ২০১৪

২০১৮ সালের মধ্যেই পদ্মা সেতু দিয়ে যানবাহন ও রেল চলাচল করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার বেলা ১২টার দিকে পদ্মা সেতুর নির্মাণাধীন এপ্রোচ সড়কসহ বিভিন্ন এলাকা পরিদর্শনকালে মাদারীপুরের শিবচরের কাঠালবাড়ির সার্ভিস এরিয়া এলাকায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২০১৮ সালের মধ্যেই পদ্মা সেতু দিয়ে যানবাহন ও রেল চলাচল করবে। মূল সেতুর নির্মাণ প্রস্তুতি প্রায় সম্পন্ন। এখন ঠিকাদারি প্রতিষ্ঠান মাটি পরীক্ষার কাজ করছে। আগামী বছরের শুরু থেকেই পুরোদমে কাজ চোখে পড়বে।

মন্ত্রী বলেন, পদ্মা সেতু এলাকায় বিমানবন্দর, ক্রীড়া কমপ্লেক্সসহ হংকং, সাংহাই এর আদলে নয়নাভিরাম শহর গড়ে তোলা হবে। ২০১৮ সালে যখন পদ্মা সেতুর উপর দিয়ে রেল ও যানবাহন চলবে তখন পদ্মা পাড়ের মানুষ জীবনের নতুন এক যাত্রা শুরু করবে।

মন্ত্রী এ সময় জনসাধারণকে সতর্ক করে বলেন, অনেক প্রতারক চক্র সেতুতে নিয়োগসহ বিভিন্ন ব্যাবসার নামে নানা প্রক্রিয়ায় প্রতারণা করছে। এ ব্যাপারে সেতু কর্তৃপক্ষ কোন নিয়োগ বা সাপ্লাই দিচ্ছে না।

এ সময় প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম, মাদারীপুর জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হায়াত উদ দৌলা, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইকবাল হোসেন, চেয়ারম্যান রেজাউল তালুকদারসহ পরামর্শক প্রতিষ্ঠান সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।