পাকিস্তান ছাড়লেন মৌসুমী


প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০৭ জানুয়ারি ২০১৬

ইসলামাবাদস্থ বাংলাদেশ দূতাবাসের সিনিয়র কূটনীতিক মৌসুমী রহমান পাকিস্তান ছেড়ে এখন লিসবনের পথে রয়েছেন। স্থানীয় সময় বাংলাদেশ সময় রাত সাড়ে ১০ টা ( স্থানীয় সময় বিকেলে সাড়ে চারটার পর) তার পর্তুগালের রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।

পাকিস্তান সরকারের ৪৮ ঘণ্টার আল্টিমেটামের মধ্যেই পাকিস্তান ছেড়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে তিনি পাকিস্তান ছেড়েছেন বলে জানিয়েছে দ্য ডন

মৌসুমী রহমানকে পাকিস্তান সরকার ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করেছিল উল্লেখ করে ডন জানিয়েছে, ‘তুর্কিশ এয়ারলাইন্সের টিজি ৭১১ বিমানে করে ইস্তাম্বুল হয়ে মৌসুমী ঢাকায় যাবেন।’

প্রতিবেদনে বলা হয়েছে, মৌসুমীর বিপক্ষে পাকিস্তানবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ করেছে ইসলামাবাদ। এ কারণে তাকে নিরাপত্তা সংস্থাগুলো পর্যবেক্ষণে রেখেছিল।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে উদ্ধৃত করে ডনের খবরে বলা হয়, ‘মৌসুমীকে পর্তুগালের লিসবনে বাংলাদেশ দূতাবাসে নিয়োগ করা হতে পারে।’

এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।