শাহ আমানতে গাড়ির চাকায় মিললো ৫ কেজি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২২

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় পাঁচ কেজি ওজনের স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি দল এসব স্বর্ণ জব্দ করেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি পরিত্যক্ত ট্রাকের চাকায় স্বর্ণের বার লুকানো আছে- এমন সংবাদে অভিযান পরিচালনা করে এনএসআই। এ সময় ওই ট্রাকের চাকা থেকে প্রায় পাঁচ কেজি ওজনের স্বর্ণের বার জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান জাগো নিউজকে বলেন, জব্দ স্বর্ণবার বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করেছে এনএসআই। এ ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন।

মিজানুর রহমান/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।