বরিশালে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড


প্রকাশিত: ০১:৪৪ পিএম, ০৭ জানুয়ারি ২০১৬
প্রতীকী ছবি

বরিশালে ওয়াসিম হাওলাদর নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বরিশাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ওয়াসিম হাওলাদার পলাতক রয়েছে। ওয়াসিম নগরীর অক্সফোর্ড মিশন রোডের বাসিন্দা।

ওই আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) লস্কর নরুল হক মামলার নথির বরাত দিয়ে জানান, গোপন সূত্রে খবর পেয়ে বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা ২০১৩ সালের ১০ জানুয়ারি নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ ওয়াসিম হাওলাদারকে আটক করে।

এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক হাওলাদার সিরাজুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেন অধিদফতরের উপ-পরিচালক মো. রব।

আদালতে সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে ওয়াসিম হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মামলার বিচার চলাকালে ওয়াসিম হাওলাদার জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে যান।

সাইফ আমীন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।