বিএসএমএমইউতে শীতকালীন পিঠা উৎসব


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ০৭ জানুয়ারি ২০১৬

শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইরোলজি বিভাগ। বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন করেন বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সুস্থ ও সুন্দর শিক্ষা নিশ্চিত করার জন্য আনন্দ ও উৎসবমুখর পরিবেশের গুরুত্ব অনস্বীকার্য। ইতিহাস, ঐতিহ্য, রীতি-নীতি, সংস্কৃতিকে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে।

ডা. কামরুল হাসান খান বলেন, এ ধরনের আয়োজন দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন-পালন ও ধারণে অত্যন্ত সহায়ক। যা যান্ত্রিকতার এ যুগে কিছুটা সময় হলেও আমাদেরকে আনন্দ ও উৎসমুখর পরিবেশে নিয়ে যায়। মেধা ও মননের বিকাশ এবং বিশ্ববিদ্যালয়ের সুস্থ ও সুন্দর শিক্ষার পরিবেশের ক্ষেত্রেও এর ভূমিকা অপরিসীম।

Pita

উৎসবে বিভিন্ন ধরনের পিঠার মধ্যে- ভাপা, চিতই, পাকন, মেরা, ঝুরি, কলা, পাটিসাপটা, ছিটা, শামুক, ঝিনুক, নিমকি, পুলি ছিল উল্লেখ্যযোগ্য।

অনুষ্ঠানে বিএসএমএমইউ’র প্রোভিসি মো. রুহুল আমিন মিয়া, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, বিএমএ-এর মহাসচিব ও বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহিনা তাবাসসুম প্রমুখসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমইউ/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।