এবার মানুষ পরিবহন করবে ড্রোন হেলিকপ্টার


প্রকাশিত: ১০:৩৪ এএম, ০৭ জানুয়ারি ২০১৬

নিজে হেলিকপ্টার চালাবেন এমন শখ ভুলে যাওয়ার সময় দ্রুতই ঘনিয়ে আসছে। কেননা চীনা একটি কোম্পানি এমন এক ধরনের ড্রোন তৈরি করছে যেটা অনায়াসেই মানুষ পরিবহন করতে সক্ষম।

ড্রোন প্রস্তুতকারী চীনা প্রতিষ্ঠান ইহ্যাং ড্রোন চালিত পার্সোনাল হেলিকপ্টার তৈরি করছে। রিমোট নিয়ন্ত্রিত ওই হেলিকপ্টারটি একজন যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দিতে পারবে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাস কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার সিইএস গ্যাজেট শো অনুষ্ঠানে এর প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

চীনা এই প্রযুক্তি সামগ্রী নির্মাণকারী প্রতিষ্ঠান বলছে, বৈদ্যুতিক শক্তি চালিত ওই হেলিকপ্টারটি প্রায় আড়াই মণ ওজন পরিবহন করতে পারবে। সমুদ্রের কাছাকাছি এলাকায় এটি অন্তত টানা ২৩ মিনিট উড়বে। এছাড়া একক পার্কিং এলাকায় অবতরণ করবে এ ড্রোনচালিত কপ্টার। কপ্টারটির ভেতরে থাকবে একজনের বসার জন্য শীতাতাপ নিয়ন্ত্রিত কেবিন ও পড়াশুনা করার জন্য আলোর ব্যবস্থা।

ইহ্যাং বলছে, দুই ঘণ্টায় ড্রোনটি পুরো চার্জ হবে। যাত্রী কপ্টারে চেপে বসে উড্ডয়নের নির্দেশ দিলেই যাত্রা শুরু করবে। এছাড়া অবতরণের সময়ও একই ভাবে নির্দেশ দিলে নিরাপদে নামিয়ে দেবে। ঘণ্টায় ৬২ মাইল বেগে ছুটে চলা এই কপ্টার আকাশপথে যেকোনো ধরনের সংঘর্ষও এড়িয়ে যাবে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।