সাতক্ষীরায় জামায়াতের নিরুত্তাপ হরতাল : আটক ৩২


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০৭ জানুয়ারি ২০১৬

মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মতিউর রহমান নিজামির ফাঁসির রায় বহাল থাকায় জামায়াতের ডাকা হরতালের প্রভাব পড়েনি সাতক্ষীরায়। সকাল থেকে দুপুর পর্যন্ত হরতালের সমর্থনে কোথাও কোনো মিছিল মিটিং বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

তাছাড়া জেলার অভ্যন্তরীণ সকল রুটের যান চলাচল রয়েছে স্বাভাবিক। সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ভোমরা স্থলবন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এদিকে, নাশকতাসহ বিভিন্ন মামলার ৩২ আসামিকে আটক করেছে পুলিশ। এর মধ্যে জামায়াত-শিবিরের আট ও বিএনপির এক কর্মীসহ বিভিন্ন মামলার ২৩ আসামি রয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক ইনামুল হক জাগো নিউজকে বলেন, আটক ৩২ জন নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি। যে কোনো ধরনের নাশকতা এড়াতে সতর্কাবস্থানে রয়েছে পুলিশ।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।