দূতাবাসের সামনের সড়ক ফেলানীর নামে নামকরণের দাবি


প্রকাশিত: ০৮:৫০ এএম, ০৭ জানুয়ারি ২০১৬

বাংলাদেশে অবস্থিত ভারতের দূতাবাসের সামনের সড়কটি ফেলানীর নামে নামকরণের দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অল কমিউনিটি ফোরাম আয়োজিত ‘ফেলানী ও আজকের গণতন্ত্র’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ফেলানী হত্যার পাঁচ বছর অতিবাহিত হলেও আজও তার সঠিক বিচার হল না। দেশের গণতন্ত্র কোন পর্যায়ে আছে এটিই তার প্রমাণ।

বিডিআর হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধেও যে পরিমাণ অফিসার নিহত হননি তার চেয়েও বেশি অফিসার এই হত্যাকাণ্ডে নিহত হয়েছেন। কিন্তু দুঃখের বিষয় আজও তার সঠিক বিচার হল না।  

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ঘরে বসে ঘুমিয়ে জুঁজুর ভয়ে হুঙ্কার ছেড়ে এই দানব সরকারের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না।

আয়োজক সংগঠনের উপদেষ্টা মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাবেক সাংসদ সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক কাবিরুল হায়দার চৌধুরী প্রমুখ।

এএস/জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।