সৈয়দপুরে স্থগিত চারটি কেন্দ্রের ভোটগ্রহণ ১২ জানুয়ারি


প্রকাশিত: ০৮:৪২ এএম, ০৭ জানুয়ারি ২০১৬

নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় অনিয়ম ও সহিংসতার কারণে বন্ধ হয়ে যাওয়া চারটি স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ আগামি ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নির্বাচনে মেয়র, তিনটি সাধারণ কাউন্সিলরের বেসরকারি ফল স্থগিত রাখা হয়েছে।

সৈয়দপুরে চারটি ভোটকেন্দ্রের ভোট স্থগিত থাকায় ২৮টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলে বিএনপির মেয়র প্রার্থী এগিয়ে রয়েছেন। এই পৌরসভায় ৩২টি ভোট কেন্দ্রের মধ্যে চারটি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রয়েছে। ২৮টি ভোটকেন্দ্রের ফলে বিএনপির ধানের শীষ প্রতীকের আমজাদ হোসেন সরকার ভজে ২৫ হাজার ৮শ` ২৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন ভোট পেয়েছেন ১৯ হাজার ৯শ` ৫৯। এদিকে স্থগিত চারটি ভোট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৪শ` ১৮ জন।

সৈয়দপুর পৌরসভার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার জিলহাজ উদ্দিন জাগো নিউজকে জানান, ধানের শীষ প্রতীকের সঙ্গে নৌকা প্রতীকের ভোটের ব্যবধান পাঁচ হাজার ৮শ` ৬৪ থাকায় ওই স্থগিত চারটি ভোটকেন্দ্রের নির্ধারিত ভোটগ্রহণের পর চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

সৈয়দপুর পৌরসভার স্থগিত চারটি কেন্দ্রের মধ্যে মুসলিম উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ৪শ` ৫৩, ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার ১শ` ৫, নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার ৫শ` ৪৬ ও গোলাহাট রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ৩ হাজার ৩শ` ১৪ ভোটসহ মোট ১০ হাজার ৪শ` ১৮ জন ভোটার রয়েছে।

জাহেদুল ইসলাম/এমজেড

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।